৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


রেডমি নোট টেন সিরিজে থাকবে ৫জি কানেক্টিভিটি

-

রেডমি তাদের নতুন নোট সিরিজ, রেডমি নোট টেন নিয়ে কাজ করছে। আগামী নভেম্বরে এই সিরিজ চীনে লঞ্চ হবে। এতদিন রেডমি নোট ১০ সিরিজ সম্পর্কে বিভিন্ন জল্পনা সামনে আসছিল। সম্প্রতি রেডমির দুটি ফোনকে চীনের থ্রিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এই ফোনগুলো রেডমি নোট টেন সিরিজের ফোন হবে। ওয়েবসাইট থেকে ফোন দুটির চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে। এর মধ্যে M2007J22C ফোনে থাকবে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আবার M2007J17C ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচারের সাথে আসবে। এছাড়া এই দুটি ডিভাইস ৫জি হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে রেডমি নোট টেন প্রো ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল GM2 সেন্সর। এই তথ্য যদি সত্যি হয় তাহলে, রেডমি নোট ১০ প্রো হবে প্রথম রেডমি ডিভাইস যেখানে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। এর আগে রেডমি নোট ৯ সিরিজে কোম্পানি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছিল।


আরো সংবাদ



premium cement